সেরাতে জ্যোৎস্নায় ভেসেছিল শহর।
দুধের ফেনার মত উথলে উঠেছিল যেন;
চলকে চলকে পান করেছিলাম সেই সুধা-
তুমি, আমি আরও কত কে!
কষ বেয়ে, চিবুক পেরিয়ে পড়েছিল হয়তো দু-এক ফোঁটা;
দাগ রাখবে বলে......
হঠাৎ আমার গান মনে পড়ে।


শব্দরা সব ভোকাট্টা! ভ্যানিশ!
সুরগুলো শুধু কানামাছির মত গুন গুন করে।
দূরে দেখি, লাইন দিয়ে তারাদের আত্মহনন!
এ আকাশের কালো থেকে ও আকাশের কালোয় চলে -
রাজকীয় মরণঝাঁপ...
সব কেস চেপে দেওয়া হয়।
ঢেকে দেওয়া হয়; সুন্দর করে পরিবেশন করে জ্যোৎস্না পরীরা।
হাসি হাসি মুখে,
খুশি খুশি চোখে
গল্প চাপা পড়ে।


জ্যোৎস্নারা সব স্বপ্ন হয়ে নেমে আসে-
আধুনিক প্রেতেদের চোখে।
আমি দৌড়ে পালাই এক ছুটে;
দৌড়ে পালাই আমি ছাদ থেকে।