ভোররাতে এসে
অনিষ্ট চিন্তারা সব ভিড় করে।
ফিসফিস করে অঘটনের পরামর্শ দেয়,
ষড়যন্ত্র করে.... সর্বনাশের।
লড়াই করে আমার শিশু,
আমার আদর,
আমার বোধের বেচারা সত্ত্বারা।
ঘুম ভাঙে।
ঘুমের চাদর সরাই শরীর খারাপের ধাঁচে।
একশো বছরের ক্লান্তি নিয়ে
আবার দিন শুরু হয়।
সাইরেন বুকে বাজে অনবরত,
অবিরামl
বেজে চলে যুদ্ধের দামামা।
দেওয়ালির চুপসে যাওয়া ফানুসের মতো
পড়ে থাকি কোনো নর্দমার ধারে।
উপুড় হয়ে দিন কাটাই সরীসৃপের ঢঙে।
ঠায় হয়ে দেখি পেন্ডুলামের ছান্দিক দোলন।
দোলে আমার মন,
দোলে আমার পণ,
দোলে আমার সিদ্ধান্ত।
কাঁপে আমার ঠোঁট,
কাঁপে আমার বুক,
এই বুঝি জ্বর এলো খুব ।
সন্ধ্যা নামে শরীরে-
গোধূলিতে চোখ বোজে আমার নিয়তি।
শ্রান্ত আমার ব্যথা,
ক্লান্ত আমার কথা-
আশ্রয় নিতে চায়।
কিন্তু, জেগে থাকে মন।
একে একে ছায়াগুলি
রাত বাড়ার সাথে সাথে
আবার ভিড় করে,
অনিষ্ট করবে বলে।
শুরু হয় যুদ্ধ।
আবার ।
হয়েই চলে প্রতিনিয়ত।