আবারও বৃষ্টি নামবে দেখো-
                        আবারও ফুটবে ফুল,
আবারও মধুর খোঁজে হবে-
                        প্রজাপতিরা মশগুল।
আবারও হাসি খেলবে দেখো-
                        তোমার ঐ স্নিগ্ধ ঠোঁটে,
আবারও তুমি খেলার ছলে-
                        যাবে বেজায় চটে।
আবারও তুমি বলবে আমায়-
                        মন খালি করা সব কথা,
আবারও কেঁদে উঠবে বুঝি-
                        ছোট-বড় কিছু ব্যথায়।
আবারও তুমি হঠাৎ হঠাৎ-
                        করবে বুঝি আড়ি,
আবারও আমি মান ভাঙাবো-
                        মন ভাঙতে কি পারি?
আবারও তুমি আলতো করে-
                        সরাবে ঐ চুল,
আবারও আমি আনবো খুঁজে-
                        পারলে শিউলিফুল।
আবারও তুমি হঠাৎ এসে-
                       ধরবে জড়িয়ে আমায়,
আবারও আমি অবাক হব!
                        পেরিয়ে যাবে সময়।
আবারও তুমি চাইবে বুঝি-
                        আবেগ ভরে কিছু,
আবারও আমি খুনসুটিতে-
                        হাঁটবো পিছু পিছু।
আবারও তুমি গাইবে বুঝি-
                        হৃদয় খোলা গান,
আবারও আমি ফেরত পাবো-
                        আটকে থাকা প্রাণ।
আবারও তুমি ঠিক দাঁড়াবে-
                        শিমূলতলায় এসে,
তোমার-আমার দেখা হবে
                        মহামারী শেষে।