হঠাৎ পড়ল বৃষ্টি নজরে, চমকে উঠলো বাজ-
চাইলাম আজ সাহস ভরে তোমার দিকে আজ!
পলকে পলকে বয়ে গেল এক পাগলাঝোরা স্রোত-
সাক্ষী রইল নয়ন দুখানি,
আর থমকে রইল ঠোঁট।
বললে হয়তো অনেক কিছুই, শুনতে আমি পাইনি-
মুহূর্তরা নষ্ট হোক, এটুকুও আমি চাইনি।
বৃষ্টির জল তোমায় ছুঁলো-
মেঘেরাও আজ এলোমেলো;
দিশাহারা রাস্তাগুলো, তোমার পানে যায়নি।
বাঁধনহারা শব্দরা সব
সুর খুঁজে আজ পায় নি......