হঠাৎ, কোনো নিশুতি রাতে;
ঘুণ ধরা ঐ বিছানাতে,
তন্দ্রা যদি যায় কেটে-
দেখো যদি, দু চোখ বেয়ে,
লাভাস্রোত নামছে ধেয়ে,
পড়ছে বাজ বুক ফেটে।
সরিয়ে নিও, ঐ বেদনা বালিশ-
মুখ চাপা যত অগুন্তি নালিশ,
শ্বাস নিও একটু বুকভরে।
হবেই সকাল, নতুন দিনের-
চুকিয়ে দিয়ে সব ঋণের,
ফুটুক হাসি তোমার ঐ ঠোঁটজুড়ে।