সব মেঘে বৃষ্টি হয় না কখনও,
কিছু মেঘ শূন্য গর্ভও হয়।
অযাচিত ভাবেই কিছু মেঘে বান আসে, অসময়ে।
কিছু শব্দ, শব্দই থেকে যায় ।
কিছু ভাষা পূর্ণতা পায় না কখনও,
কিছু মৌনতা মহাকাব্য লেখে।
কলমের আঁচড়ে ছিঁড়ে যায় শেষ পাতারা, ডায়েরীর-
কিছু শব্দের গল্প হওয়াও বাকি থাকে।