শুনছি নাকি দুটো খুন হয়েছে!
খুনীও নাকি পড়েনি ধরা।
সঙ্গে হয়তো চুরিও গেছে,
এইসব নাকি হয় থোড়া-থোড়া।
মানুষও নাকি হালকা নিয়েছে,
ব্যাপারটা অত সিরিয়াস নয়।
সভ্য সমাজে থাকতে গেলে,
দু-চারটে কেস নাকি এরকম হয়।
টাকা পড়েছে বাক্স-বাক্স,
মুখ বন্ধ রাখতে হবে রে, ভাই!
দুদিন পর সব ঠিক হয়ে যাবে,
অত চাপ নিতে হবে না তাই।
দেওয়ার যদি কিছুই থাকে,
দুচোখ ভরে দাও সিমপ্যাথী।
পাশ ফিরলেই খিস্তি করো,
বেশি বাড়াবাড়িতে মারো লাথি।
যে করেই হোক দাও বুজিয়ে,
বেফাঁস যেন কিছু না বেরোয়।
সুখে থাকার এত আয়োজন !
তার পরেও কি এসব হয়?
অত ন্যাকামি ভাল্ লাগে না,
নে না ভাই, কি চাই তোর?
ঠিক মত শুধু ঘাড় নেড়ে যা,
দেখছিস না ব্যাটা, সবাই চোর!
তুইও পারলে আখের গোছা,
পকেটগুলো কি এমনি এমনি?
চারদিকেতে টাকার ফোয়ারা,
ছাড়া যায় ! বল তো কেমনি?
প্রশ্ন তাও করে যদি কেউ,
আলতো করে গুঁজে দিবি।
সব ব্যাটারা সবাই সমান-
ভক্ত সবাই, গান্ধীজিরই।
তার পরেও হঠাৎ যদি,
আঙুলে ওঠে তোর দিকে-
তোরও আঙুল আছে জানিস!
বুঝিয়ে দিবি, ঘোড়া টিপে।
আবার হয়তো সংখ্যা বাড়বে,
মর্গে পচবে বাড়তি লাশ।
সিস্টেমটা ভাই, এমনই রকম
এমনই আমাদের ইতিহাস।।