এখানে রাতের তারারা পাহাড়ে এসে মেশে,
ঝিমধরা ঝিঁঝিঁ লাগে অদ্ভুত নেশার রেশে।
পাহাড়ি কুয়াশা হয় এখানে এসে গাঢ়,
উষ্ণতা ভালোবাসার, থেকে থেকে বাড়ে যেন আরও।
বারে বারে, অকারণে-
কেন জানি মায়াবী কুহকে মন ঢেকে যায়!
ছুটে ছুটে ফিরি আমি
তোমার ঐ আলেয়ায়।


কান পেতে শুনি আমি কুমারী ঝর্ণার গান,
ঘুম ভাঙা পোকা আর পাখিদের কলতান।
ঘন হয় সবকিছু ভোর রাতের শেষে,
শিয়রে দাঁড়ায় স্বপ্নরা একে একে এসে।
কানে কানে, সন্তর্পনে-
ফিসফিস করে আর মন্ত্র দিয়ে যায়!
ছুটে ছুটে ফিরি আমি
তোমার ঐ আলেয়ায়।


শিরশির করে মন উত্তুরে হিমেল পরশে,
ঘুম ভাঙে ভাবনাদের, ক্লান্ত হরষে
রুপকথা জেগে ওঠে-পলকে পলকে;
ভেসে যাই, ডুবে যাই- ঝলকে ঝলকে।
একা মনে, ক্ষণে ক্ষণে-
কে বুঝি আলতো ছোঁয়া দিয়ে যায়!
ছুটে ছুটে ফিরি আমি
তোমার ঐ আলেয়ায়।