নভেম্বর শেষ হতে চলল
আজও শিশির আসেনি,
কুয়াশা এসেছিলো ভোরের আগেই
কম্বল মুড়ি দিয়ে শহরও ছিল প্রতীক্ষায়
কিন্তু শিশিরের দেখা মেলেনি।
শহরের কপালে আজ চিন্তার ভাঁজ
তবেকি শিশির আর আসবেনা?
আগে যদিও এমনটা কখনো করেনি সে-
অন্তত মাস চারেক
শিশির থাকত শহরের কাছে;
শহর ভিজত শিশির প্রেমে।
এখন এক মাস এমনিতেই হারিয়ে গেছে
সময়ের স্রোতে বাঁক খেয়ে।
শিশির আসতে বিলম্ব করে
কিন্তু ফিরতে এতটুকু বিলম্ব হয়না তার।
তবেকি শিশির আর ভালবাসেনা শহরকে
নাকি অভিমানী রয়েছে মুখ ফিরায়ে?
কেন যে এত অভিমান,
সারাটা বছরের অপেক্ষাও কি কিছুই নয়?
শহরের প্রেম কি এতটাই হালকা-
প্রেমিকা শিশির কখনো বুঝলোনা
শহর তাকে কতটা ভালবাসে।।