ব্যস্ত শহর থমকে দাঁড়ায়
সময়ঘড়ি সাথে,
ভীড়ের মাঝে ছায়াবাজী
একলা দাঁড়িয়ে থাকে।
অবাক ছেলে শুকনো মুখে
ফ্যালফ্যালিয়ে দেখে -
আকাশ মাঝে আলোর রাশি
ছড়িয়ে ছিটিয়ে আছে।
ছেঁড়া জামা, খালি পেট;
তবু খিদে নেই আজ মোটে।
দুটো টাকা দেবোগো বাবু দুটো টাকা,
একটা তুবড়িও যদি জোটে-
ছেলেটা বড্ড অবুঝ
বড় বায়না করে যে;
খাবার চাইনে - কালির পুজো!
পুড়িয়ে টাকা খাবে।।