নানান রং তুমি মেখেছো মুখে,
ছলনা লেপ্টে থাকে শরীরের ভাঁজে;
সুগন্ধী, আতর, গোলাপ জল আরও কতকি-
শরীর প্রেমের আখড়া তবু মন বৈরাগী।
প্রতি রাতে তোমার সাথে সেজে ওঠে শহর।
পাপ-পূণ্যের হিসাব কষে রতি,- মাতাল নাগর।
কে পাপী? কেই বা পূণ্যের দোসর?
এখানে ক্ষাদ্যের বিচার হয় ক্ষুদার্থ বিচারক।
পঙ্কিল জীবনের কলঙ্ক-ব্যথা তোমার বুকে বাজে,-
যৌনতা যদি পাপ হয় মানুষ পাপী তবে।
তোমার শরীর, তোমার নগ্নতা- কামুক উশৃঙ্খলতা,-
রাতের শহরে তোমাকেই ভালবাসে সমাজের শিক্ষিত বাবুরা।
তুমি পতিতা, তুমি অন্ধকার পল্লীর বার্বোনীতা,-
শরীরকে খাদ্য করেছো প্রেমতো স্রেফ তোমার অছিলা।।