একটা ঠান্ডা শীতল হিম-শৈল;
তাতে জমাট বেঁধেছে
ইতিহাসের,-
শুকিয়ে যাওয়া  রক্ত;
অনেক দিন ধরে জমতে জমতে
কালচে দাগ ধরেছে;  
বাতাসে জেহাদের গন্ধ।

কেউ বলে, ধর্মের বিড়ম্বনা;
কেউ বলে, ওরা স্বাধীনচেতা;
কিন্তু ইতিহাস কি বলে,
ভূস্বর্গ,-
তোমার ইতিহাস?
তুমি সত্যি কি চাও
পাক-অধিকার?

নাকি -
আজানের সূরে,
কীর্তন গাইতে গাইতে
তুমি বর্তমানেই থেকে যেতে চাও,
বছরের পর বছর -
অনন্তকাল।

দুটো রাষ্ট্রের টানাপোড়েন,
মিলিটারি বুটের কুচকাওয়াজ
কারফিউ -
রাজনৈতিক ষড়যন্ত্র ;
এসব থেকে
তুমি কি মুক্তি চাইছো?

মুক্তি চাইছো
অতীত থেকে;
বর্তমান থেকে;
ভবিষ্যৎ থেকে?
মুক্তি চাইছো,
তোমার এই দম-বন্ধ
জীবন থেকে?

একবার পিছন ফিরে দেখো,
পড়ে আছে দীর্ঘ ইতিহাস;
রক্তাক্ত ঝিলামের ইতিহাস।
কি চাও তুমি?
তোমাতে, কার অধিকার?
তুমি বলো
কাশ্মীর, তুমি কার?