রজনীর-
আশ্রিতা তুমি,
নিদ্রার সাথে
তোমার পরবাস।
তোমার
বদ্ধ কুটীরের
শান্ত কবাটে
কেউ ক্রমাগত
পদাঘাত করে চলেছে;
তবুও
তুমি নিশ্চুপ;
চোখে মুখে
লেগে তোমার
শান্তির নির্যাস।
ভাবছো,
শক্ত কবাটের
রুদ্ধ কুটীরে
তুমি নিশ্চিন্তে
ঘুমিয়ে থাকবে;
কিন্তু-
যে হায়নার দল
অপেক্ষারত
কুটীর-দ্বারে,
তার কাছে
উন্মুক্তকরণ
স্রেফ সময়ের তফাত।
যখন
তোমার ঘরে
সে প্রবেশ করবে,
তাকে আপ্যায়ন করে
বসাতে ভুলোনা,-
যদি,
তোমার সিঁদ কাটে;
তাহলে সিন্দুক
উজাড় করে দিয়ো,-
পারলে
তার রক্ষিতা হয়ে যেও;
ধংস-স্তুপে
জীবাশ্মের মতো
চিরস্থায়ী
সুখভোগের
আশায়।
এতে
আর যাই হোক
দেশদ্রোহীতার
হাত থেকে
তুমি
মুক্তি পাবে।।