এলোকেসী পাগোলীনী
দুচোখ ভরা জল,
শ্বেত পদ্ম প্রথম প্রভাতে
করছে টলমল।
অযত্ন আর অবহেলায়
আলুথালু বেশ,
তার ডান হস্ত পাকিস্তান
আর বামে বাংলদেশ।
রাজনীতির কাষ্ঠ-দাহে
রচিত ভগ্নদেশ;
শরীরটাকে ভারতবর্ষ
বহন করে নিত্য বেশ।
স্নিগ্ধতা আর স্নেহের স্পর্শে
সে আজও আগালায়,
মাতৃত্বের অমোঘ বন্ধন
যেন ছিঁড়ে না যায়।
রক্ত ঝরছে তার দুচোখ বেয়ে,-
রুদ্ধ কণ্ঠস্বর।
কেউ কি শুনতে পাচ্ছ
সে কাঁদছে, কাঁদছেন ঈশ্বর?
জন্মভূমি ক্ষতবিক্ষত;
রক্তাক্ত লুণ্ঠিত কায়া,-
কেউ কি শুনতে পাচ্ছ
দুখিনী মায়ের বিদীর্ণ কান্না?
কেউ কি শুনতে পাচ্ছ
দুখিনী মায়ের বিদীর্ণ কান্না?