১
সাঁঝের বাতি নিভে এলে,
অন্ধকার যখন গাঢ় হয়ে আসে,
তখন শোনা যায় পদশব্দ তার -
ক্লান্তির আবডালে দুটো ঘৃণ্য চোখ
ধক ধক করে জ্বলে;
আর লোলুপ্তো দৃষ্টিতে নিরীক্ষিত হয়
রজনীর - ভরাট সংসার।।
২
বিস্বাদগ্রস্ত ক্লান্ত চাঁদের অবসরে,
চনমনে এক নতুন সূর্য্যের উদয়নকালে,
ঘুম ভাঙে প্রথম, যে মাছিটার;
সে বিষ্ঠা ত্যাগের চেয়ে
বিষ্ঠা চাটতে বেশি ভালবাসে।
আর একটা লালায়িত জিহ্বার আস্বাদনে নিস্বেসিত হয়
পৃথিবীর - গূঢ় অহংকার।।