জন্ম এবং মৃত্যূ জানি
এ দুই তোমারই দান,
তবু কেন আজ ফিরে ফিরে আসে
এক অমোঘ মৃত্যূ-বাণ?
জন্মের ইচ্ছা বৃথা মনে হয়
বৃথা স্বপ্ন দেখা;
যৌবন স্বাদ যদি না পেলাম
তবে বৃথাই জন্ম নেওয়া।
কি অধিকার বলো প্রতিহিংসার
যে করেনা কাউকে ভয় -
শুধু রক্তের নেশায় কাছে আসে
আর মৃত্যূর স্বপ্ন দেখায়।
অভাগী মায়ের কান্না বয়ে আনে
বাতাস হয়েছে ভারী
রক্তের দাগ লেগে আছে দেখো
লাল এ ধাত্রী-ভূমি।
অমানিশার এক কালো তিমির
আজ পৃথিবীকে করেছে গ্রাস,
যুদ্ধে হারানো শিশুর সংখ্যা
সে বুঝি নেহাতই পরিহাস?
অশান্ত আজ পৃথিবী তোমার
স্রেফ ভয়ের সঙ্গে বাঁচা;
কে জানে কখন পেয়ে যাব হাতে
আমারই মৃত্যূর পরোয়ানা।।