বুদ্ধি ভ্রষ্ট হচ্ছে;
শরীরে সৃষ্ট নানান আগাছা।
কঙ্কালের উপর কেবল মাছি ভনভনায়,-
মনুষ্য মস্তিষ্ক আজ, কৃমির বাসা।
দুর্গন্ধ জমাট বাঁধা এক খাবলা থুতু
আর ফ্যানা-কাটা বমির সংমিশ্রণ;
সমাজের মুখে স্পষ্ট শুধুই অতৃপ্তির আভাস;
জং ধরা গীটারেও সুর খোঁজে, পাগল জীবন।
চন্দ্রাতপ বা স্নিগ্ধ জ্যোত্স্না আজ দূর অস্ত,
পৃথিবীর আকাশে কেবল অমানিশা আর অমানিশা।
রজনীর আচ্ছাদন তলে যে প্রেম জেগে ওঠে
তা শুধুই যৌন-ক্ষুদার এক বন্য ভালবাসা।
তিমির ঘন, নূর বিরল;
নীল অম্বর ঢাকা- ক্ষীণ চেতনার এক নিকৃষ্ট কু-আশায়;
হাই ড্রেনের পাশে শুয়েও মানুষ স্বপ্ন দেখে;
চিত্কার করে ওঠে ঘুমন্ত শহর,- "বাঁচতে চাই, বাঁচতে চাই"।।