আমি ভারতবর্ষের ছেলে
নিয়মতান্ত্রিক শৃঙ্খলাপরায়ণ,
অচেতন যুবসমাজ;
আমি সেই সমাজের ছেলে।
আমার সংস্কৃতি বহু প্রাচীন,-
নারীর প্রতি তার
প্রভূত মান আছে;
তবে আমি সেই নারীকেই মানি
যে নিজেকে বন্দী করে রাখে।
আমি সেই বিকৃতমনা ছেলে।।
কোনো এক ১৫ই আগস্ট
আমার পূর্বোয ডেকে বলেছিল,
'বাবু, পলায়ে গিয়েছে,
আংগ্রেজ এ দেশ ছেরে
অনেক কাল আগেই পলায়ে গিয়েছে।'
জন্মকালে আমিও ভেবেছিলাম,
আমি সাধীন দেশের ছেলে।
কিন্তু কিছুদিন পরেই কেউ চুপিসারে
আমার পায়ে পড়িয়েছিল বেড়ী ;
ফিসফিস করে, আমার কানে এসে বলেছিল -
শাসনতন্ত্র সেই তিমিরেই আছে।
তারপর,- আমার বয়স বেড়েছে;
দেখেছি,শুনেছি, কিছুটা বুঝেওছি,
সমাজ এখানে দেশের চেয়ে
বিদেশেরই চর্চা বেশি করে।
আমি সেই নেমোকহারাম ছেলে ।।
একটা নোংড়া রাজনৈতিক যন্ত্রণা;
একটা দমবন্ধ মনের জল্পনা;
সমাজকে এখানে জঙ্গল করে দিয়েছে.
মানুষ এখানে তার আদিতে গিয়ে
শুধুই খাদ্য খুঁজে ফেরে;
তার আচরণ আজ হটাত
জঙ্গল হয়ে গেছে.
আমি সেই জোংগ্লি ছেলে -
তবু গর্ব করে, আমি বলতে ভালবাসি-
আমি ভারতবর্ষের ছেলে ।।