আমি মিশরীয় সভ্যতায়
এক অস্পৃশ্য প্রজাতিকে দেখেছিলাম ;
চাবুকের আঘাতে রচিত হয়েছিল
তাদের কর্ম জীবন ।।
তাদের নিদ্রা, খাওয়া, যৌনতা,-
সবকটি রিপুর প্রতিই ছিল
কারো কুটিল মেঘনাদি দৃষ্টি ;
তাদের ব্রত ছিল স্রেফ
চুপ করে শ্রম করে যাওয়া ।
আমি দেখেছি সেই অস্পৃশ্য প্রজাতিকে
সহ্য করতে এক হিংস্র অত্যাচার ।।
তারপর ইতিহাস বদলেছে ;
জীবন বদলেছে ;
মানুষ বদলেছে ;
কালের স্রোতে
অনেক কিছুই বদলে গিয়েছে ;
বদলায়নি শুধু সেই অস্পৃশ্য প্রজাতি ।
ওরা হয়তো সেদিন, মোসেসের ডাকে
সারা দিয়ে পার হয়ে গিয়েছিল
একটা যুগান্তরের সাগর ;
হয়তো মিশরের ফ্যারায়োর হাত থেকে
কেড়ে নিয়েছিল, সেই লোমশ কালো চাবুক।
কিন্তু ,অতিক্রম করতে পারেনি
তাদের সেই অস্পৃশ্য সভ্যতাকে ।
ইতিহাসের বিভিন্ন অধ্যায়
ফিরে ফিরে এসেছে
সেই অস্পৃশ্যতা ,বারবার ।।
আজ হয়তো সেই চাবুক হয়েছে লুপ্ত ;
সময়ের সাথে পাল্টে গিয়েছে সেই
কুটিল মেঘনাদি দৃষ্টি ;
তবু মানুষ ভোলেনি তার পূর্বোজের ইতিহাস ।।
সে আজও মুখ বন্ধ করে
স্রেফ ,শ্রম করে যায়।
নিজেও জানেনা কিসের তাড়নায়।
মানুষ - আজ জীবনের ক্রীতদাস ।।।