আমাদের মৃত্যুর পর
প্রকৃতপক্ষে
যখন আমরা জেগে উঠেছিলাম
আগুনের ভেতর
তুমি কাঁদছিলে
আর আমাদের মৃতদেহ ঘিরে উল্লাস করছিল
ধর্ম
গণতন্ত্র
মানবাধিকার
এবং
কয়েকটা ইঁদুর
“মানুষ না বাঁচলে ধর্ম কি বাঁচে?”— বলে,
রাষ্ট্রের দিকে এক পেগ রেড ওয়াইন ছুঁড়ে দিয়েছিল গণতন্ত্র
সফল উজ্জ্বল অলৌকিক হয়ে ওঠে ইঁদুরসমূহের মুখ
আমি হাসছিলাম
“প্রেম না থাকলে জীবন কি বাঁচে?”— বলে,
তোমাকে খেয়েছিলাম একটি অনন্ত চুমু

গ্রীষ্মের হেমন্তে পান করে যে মৃত্যুর অসুখ
জীবনের চেয়ে অধিক বেঁচে ওঠে সে মৃত্যুভূক