মুখস্তবক করে ছেড়ে দিলাম মানবিক ঠোঁট
এসময়; কেবল এই সময়টাতে কোন ফিলোসফি
এমনকি কবিতাও ভাল লাগেনা
তবু সক্রেটিসের ৫৩ পৃষ্ঠায় দেখি
“এখন ঘুমের রাত নয়
প্রেম ও ক্ষুধা টিকটিকিরও সামাজিক অধিকার
সকলে মিথ্যেবাদী নয় যারা মিথ্যে বলে
সূর্য ওঠার পূর্বে চোখ স্থির রাখ
বিবেক সুস্থির হবে
জানবে পাপপুণ্যের ফলপ্রসূ জৈবনিক পার্থক্য”
মুখস্তবক করে ছেড়ে দিলাম কোমল স্তন
এসময়; কেবল এই সময়টাতে কোন রাজনীতি
ঈশ্বরনীতি এমনকি কবিতাও ভাল লাগেনা
তবু প্লেটোর ১৫৩ পৃষ্ঠায় দেখি
“এখন প্রেমের কাল নয়…”