পাহাড়ে পাহাড়ে
লিখে রাখি
আগুনের দুঃখ

পাহাড়ের জলে
সংকোচে আঁকি
ধর্ষিতার উজ্জ্বল মুখ

দুঃস্বপ্ন?

আমাকে প্রবেশ করানো হলো একটি উম্মুক্ত কফিনে
শাদা কিংবা কালো
কিংবা হতে পারে এটা বর্ণহীন
বিষয়টা আপেক্ষিপ
যখন জীবন এবং মৃত্যুর মাঝখানে ব্যবধান কেবল একটি দীর্ঘনিঃশ্বাস

যেন একা বিস্তৃত একটি দ্বীপ
প্রেমিকার শেষ চিঠি হাতে
তবু যদিও সেখানে ভোরের জন্য অপেক্ষা আর
আছে রাতের অন্ধকারে আগুনের গান
আর
পাহাড় হতে গড়িয়ে পড়া সন্ধ্যা
কিংবা গড়িয়ে পড়া কালো আলোয়
দেখি—
বিষণ্ণ মৃত তোমার মুখ

নিশ্চয়ই— আমি বললাম, “চাই শীতল কফিন”

সে ছাড়া পৃথিবীতে বিশুদ্ধ কোন আলো নেই