ঘোলা পানিতে নামার আগে, শুনছিলাম
পুকুরে মাশান থাকে। ঠ্যাঙ টাইনা নিয়া যায় তলে।
মাশানের ভয়ে আমার আর সাঁতার শেখা হয় নাই৷
তারপর বহুদিন কাইটা গ্যাছে
জোয়ান হইছি গায়ে গতরে
অহন সুন্দর সমুদ্র দেইখা, সমুদ্রের স্বচ্ছ পানি দেইখা লোভ হয়। তয় নামতে পারি না ভয়ে।
ক্যামনে নামুম? নামার আগেইতো ভয় লাগে।
ভয় লাগে, মাশানে যদি না'ও টানে
সাঁতার না জানার কারণে
যদি এমনেই ডুইবা যাই?
যদিও ডিসকভারি দেইখা জানতে পারছি পরে-
সমুদ্রে মাশান নাই, থাকেও না পুকুরে
কিন্তু মনের তল থাইক্যা-
আমার ডুইবা যাওনের ভয়টাতো যায় নাই
অহনও ঠিকই আছে।