১.
মরে যাবো ভাবতেই মনে হলো -দ্বিতীয় আর কোনো রাতে আমাদের দেখা হবে না।
তোমায় ছুঁতে না পারার তীব্র কষ্টে
ভালবাসি বলতে না পারার যন্ত্রণায়
মৃত্যু স্বাক্ষী-
এই রাতে আমি তিনবার মরে গ্যাছি।

২.
এক হাতে টেনে নিয়ে
আমি দুহাতে দূরে ঠেলেছি মৃত্যু
কিন্তু দুকদম পিছিয়েই, সে চার কদম এগিয়ে এলো
শেষবার মরে যাবার আগে
দেখেছিলাম জীবিতরা মরে যায়
আর মৃতেরা কি অদ্ভুত বেঁচে থাকে।

৩.
স্বপ্নের মতো বসন্তু শুধু ভুল গাছে নিয়ে আসে সবুজ
অজস্র ফুল, তার খ্যাতিহীন সুবাসে ছড়ায় মৃত্যুসংবাদ
আমি প্রস্তুতি নেই
রোজ রাতে সেজেগুজে বসে থাকি
একদিন নিজের শেষকৃত্যে উপস্থিত হবো বলে
শীতখামারের পাশে খুঁড়তে থাকি নতুন কবর।