১.
বিকেল, প্রিয় বাদামী বিকেল আমার
ছড়ানো কথার খোসা ফেলে-
ক্যানো ছাড়িয়ে নিচ্ছে আমায়?
২.
অধিকারে আসা ভেদ
পরনারী,
আপনের বুক পুড়িয়েছো খুব
আপনের ঘর পুড়িয়েছো খুব
তবু বলি দাগ নেই
আগুনের পাপ নেই।
৩.
নিন্দার কোলে শুয়ে চর্চা করো আমায়
কমজোর দৃষ্টি
কমবেশির মানুষ
তবু দুটো চোখে তফাত তো দেখি না।
৪.
বদলাতে দেখে ভাবি
আমিও আকাশজাত- টুকরো মেঘ
অ-সুখের রঙ।
৫.
হাওয়াই জাহাজ উড়িয়ে নিচ্ছে-
আমাদের দ্যাখার চোখ,
আমাদের বিস্ময়াদি আর খ্যাদানো স্মৃতি।
৬.
যেতে যেতে দেখি
চলে যাবার পথ ধরে-
আমিও ফিরে আসছি ধীরে
কোথাও না কোথাও-
যাচ্ছি, কিন্তু যাচ্ছি না
ফিরছি, কিন্তু ফিরছি না।
৭.
ধারদেনা কোরে গচ্ছিত রাখি হাত। গুটিয়ে রাখি লজ্জায়, ভয়ে, অপমানে।
দ্বিতীয় সুযোগ অথবা সৌভাগ্যের কথা বহুবার শুনেছি
শুধু সদ্ব্যবহার জানি না বলে আফসোস হয়। বিলাপ কোরতে থাকি
বেলেমাছের মতো, একদিন আমিও বালিতে মুখ গুজে মরে যাবো।
৮.
হে ঈশ্বর,
আমি তো ইস্তাফা দেইনি এখনো
তবু দুটো ডানা পেলে-
একদিন আমিও উড়ে যাবো
ইমিগ্রেন্ট ডানায় উড়ে চলে যাবো আটলান্টিক পেরিয়ে, তোমার কাছে।