১.
ভেতরে ভেতরে আমি বোহেমিয়ান
একটা পাখির হৃদয় পুষি
এবং আকাশের দিকে তাকিয়ে
আমার বাহ্যিক ডানাহীনতা নিয়ে ভাবতে ভাবতে
দেখি-
ভাসমান শাদা আর নীলে
উড়ে যাচ্ছে বহুকিছু। দেখি সত্যিকারের পাখি,
একা কিম্বা ঝাকেঝাকে
পেরিয়ে যাচ্ছে মেঘ। দায়হীন উড়ে যাচ্ছে
আনন্দ আর সুখী বাতাসের দিকে
২.
আকাশের দিকে তাকিয়ে
সবার ওড়াওড়ি দেখে
আমি কিম্বা আমার ভেতরের পাখি
আমরা কেউই কিন্তু আক্ষেপ করিনি
হীনমন্যতায় ভুগিনি কখনো
আমি জানি, উড়তে জানলে
ডানা ছাড়া, আকাশ ছাড়াও ওড়া যায়
যেমনঃ সময়।
ডানা লাগে না তার, আকাশও লাগে না
তবু কি অদ্ভুত ওড়ে! উড়তেই থাকে।
৩.
তাকানোর আগে
কতো সময়ইতো উড়ে গ্যালো আমার
ভাবনাহীন পেরিয়ে গ্যালো আমাকে
উড়তে উড়তে জীবন থেকে হারিয়ে গ্যালো
কিছু বুঝে ওঠার আগে
৪.
ডানা না থাকার অভ্যেসে, না ওড়ার প্রাকটিসে
বহুদিন কাটিয়ে দেবার পরেও শখ হয়
দায়হীন আমিও জীবনকে কিছু বুঝতে না দিয়ে
উড়ন্ত সময়ের মতো, পাখির ছানার মতো
মুঠ ফসকে উড়ে যাই ফুড়ুৎ। এবং যাবো।