ঠকেছো। কিনতে গিয়ে সময়, ঘড়ি কিনে এনেছো।
সে ঘড়ির টিক টিক বারবার মনে করিয়ে দেবে ঠিক, তুমি ঠকেছো।
কিনতে গিয়ে অপেক্ষা, তুমি এলার্ম ঘরে এনেছো।
যার শব্দে ভেঙ্গে যাবে ভুল ঘুম, জানাবে তুমি ঠকেছো।
ঠকেছো। দাম দিতে গিয়ে, তুমি মূল্য ভুলে গিয়েছো।
ঠকেছো। তুমি প্রতি মুহূর্ত ঠকে চলেছো।