শান্তির উপাসক, নিস্তার নেই
কোথাও নেই সুখ কিম্বা স্বস্তি
নিরাপদ স্থান বোলেওতো দেখি না কিছুই

শুধু দেখি অপবিত্রতা হেঁটে হেঁটে ঢুকে পড়ছে ঘরের ভেতর
দেখি মন্দির মসজিদের বাহিরে পা রাখছেন না নিজস্ব ঈশ্বর

শয়তানের ভয়ে কোথায় লুকালে মানুষ?

দ্যাখো ক্রমে ফুরিয়ে যাচ্ছে সব ফুল
হারিয়ে যাচ্ছে সুন্দরের সুবাস
চারিদিকে ধ্বংস, চারিদিকে হিংসা
গুটিয়ে আসছে পৃথিবী

আমার কি ভুল চোখ? তাকালেই অপবিত্রতা দেখি খালি?