১.
শুধু চিত সাঁতারের ভান কোরে শুয়ে থাকি
ঘুমের ভেতর খাবি খাই, খেতে খেতে ভাবি
অনিদ্রাজনিত অসংখ্য ভুলভাল
কতগুলো রঙ্গিন মাছ-
তাদের বুদবুদ গল্প আর স্বপ্নের কথা-
কেবল চোখের একুরিয়াম জানে।

২.
স্বপ্নের মতো ভাসাভাসা তাকাই
দেখি ছাপাখানা- কতোগুলো অক্ষর লাফাচ্ছে।
খুটখাট আওয়াজ। বিরতিহীন চলাফেরার-
অসংখ্য শব্দের ভেতর দু-একটি স্পষ্ট শুনি
হ্যালুসিনেশন? হতে পারে ঘুমঘোর।
স্ট্যাম্প প্যাড ঘষটে গোলাকৃতি সিল
কেউ খটাখট মেরে যাচ্ছে মাথার ভেতর।