স্বপ্নের চাষী, বোনাতো গ্যালো না কিছুই
না আদা না রসুন। অল্টারনেটিভ-আর কোনো বীজও নাই কাছে।
তাছাড়া হালের গুরু, নিজস্ব লাঙ্গল, আমারটা থুইয়া
মাইনষের ক্ষ্যাত চষে
মাথার ওপর খাড়া রইদ
তাপায়া চৌচির কোরতাছে মাটি
শেচের ব্যবস্থা নাই
না আছে ধারেকাছে কোনো নদী
ঘুরায়াফিরায়া আর কতো?
একই কথা ঠিক কতোবার কবো?
আসলে চাষবাসের উপযোগী অথবা সহায়ক মাধ্যম-
কিছুই নাই এইখানে
এইসব নিয়া কইতে কইতে- আফসোসের জিভে ব্যথা হয়া গ্যালো
তবু চুকচুকানির আওয়াজ থামলো না আশেপাশে
এই ছোট্ট জীবনে-
আমারে ম্যালাই তো ধরলা ধৈর্য্য, আরও কয়টাদিন ধরো। ধইরা থাকো, অন্তত আগামী সিজন পর্যন্ত।