এইযে আমি এখানে ওখানে যাই, এদিকওদিক টুকটাক হাঁটি
এইসব যাওয়া আসা, হাঁটাচলার ভেতর দিয়ে তাকালে
অনেককিছুই চোখে পড়ে
কোথাও কোথাও হুটহাট চোখ আটকে যায়
দেখি কারো কারো কাছে কয়েক টুকরো তুমি
তোমার ভাঙ্গাচোরা নিয়ে বসে আছে কেউকেউ
আফসোস কোরছে, বিলাপ কোরছে
কেউ কেউ মাথা বুক চাপড়াতে চাপড়াতে উঠে বসছে, বসে উঠে যাচ্ছে।
হাতে কটা আঙ্গুল আর কটা গিট মেলাতে মেলাতে ভাবছে--
ক্যালকুলেটর মাথায় কটা বোতাম চেপে--
তোমার বুকের কটা তিল গোনা যায় একসাথে?
তবে এসব নিয়ে আমার তেমন মাথাব্যথা নেই। কোনো অনুভূতি নেই।
বরং আমায় নিয়ে অনেককে ভাবতে দেখি। অনেক কথা ছুঁড়তে দেখি।
তাদের "আহারে বেচারা" আর জিভ চুকচুক শব্দ শুনতে বিরক্ত লাগে।
তোমাকে বিভক্ত দেখতে পারি না দেবী। হিংসে হয়।
ভাগবাটোয়ারার বাও-বাতাস ভালো লাগে না আমার।
এক টুকরো তোমাকে নিয়ে বেঁচে থাকি, সহ্য হয় না।
চাই না বাদবাকি তুমি, বাদবাকি অংশ-
তোমার অন্যান্য টুকরো নিয়ে আর কেউ পড়ে থাকুক।
দেবী, আরাধ্যা দেবী আমার
আমি চাই না দ্বিতীয় কেউ তোমার উপাসনা করুক।