মাদারের ফুলে বিদায়ী চুমুর দাগ
ঠোঁট ছুঁইয়ে শীতকাল চলে গ্যালো
শীতকাল চলে গ্যালো সুপর্ণা
এই অবসরে-
তেরো হাজার কিলো দূরে- তোমার হাত
ছুঁতে না পারার অসুখ
ছুটি নেই আমার।
এই হলদে সময়ে-
যাওয়া হলো না বসন্তোৎসবে
যাওয়া হলো না কোথাও
তোমার আগলানো বুকে এখন ফ্লোরিডার ওম
আমার কাচ ঘর, বৈয়ম ভর্তি শ্বাস শুধু,
সঞ্চিত আয়ুটুকু-
তুমি টেনে নাও সুপর্ণা
এখানে দখলবাজি আর ধ্বংসের তাণ্ডব এখন
চারিদিকে আগুন, চারিদিকে ছাই
এই দুর্দিনে, এই টানাপোড়নে
তোমারই নিশ্বাসে-
আমি বেঁচে থাকি, তোমাকে বাঁচাই।