ক্ষয়ে যাবেন না বাবা। টিকে থাকুন।
কোনোমতে টিকে থাকুন শার্টটার মতো।
কিভাবে ক্ষয়ে গ্যাছে বুকপকেট, হাতার ভাঁজ-
তা জানতে দেবার দরকার নেই।
আড়ালেই রাখুন না বাবা
ঢেকে রাখুন লজ্জায়- বাজারের ব্যাগে।
বাবা, কোনোমতে টিকে থাকুন সংগ্রামে,
ঝুলে থাকুন।
এই টানাটানি সংসারে-
টেনেটুনে বেঁচে থাকুন আর কিছুটা।
না বাবা- ছিঁড়ে যাবেন না হঠাৎ!
অপেক্ষা করুন-
একদিন সব কবিতা বেচে- আপনার জন্য
কিনে আনবো ইস্তিরি করা সুখ-
শার্টের আদলে।
এইতো আর ক'টা দিন-
বেঁচে থাকুন না বাবা
সময়ের বুক চেপে টিকে থাকুন প্লিজ!