১.
বিরক্তি,
আমি তোমাকে ক্যামন লাগি?
ভালো না লাগার অহেতুক মুহুর্ত
অহেতুক-বৃষ্টির মতো অস্বস্তি?
অথবা নেহাতই ফ্যালনা বিষয়
ভীষণ অদরকারী?
যেমন তোমাকে লাগে আমার।
২.
সময়,
অতোটুকুও আমাকে দিতে পারে নাই
যতোটুকু আমি দিয়েছি তাকে
তবু দেদারসে- ব্যয় কোরে গ্যাছি
দুই হাতে ক্ষয় কোরে গ্যাছি অনেক
ফেলে-চেলে খালি নষ্টই কোরে গ্যাছি
ফ্যালনা ভাতের মতোন- অবহেলায়, অপচয়ে
কিন্তু আমাকে সে পারে নাই কখনো
কোনোদিনও কোনোভাবে।