চোখ থাকা সত্তেও দু চোখে ইদানিং সমান দেখি  না কমরেড, আই সাইট বড় দুর্বল
তবুও আমার অদ্ভুত দ্যাখার চোখ
তাকিয়ে থাকে একটা অনর্থক দৃশ্যের দিকে
ক্রমশ ঘোলাটে একটা ভবিষ্যতের দিকে

এখানে ওখানে তাক কোরে রাখা সময়ের ভেতর
সারি সারি সাজানো আয়নার পেট
ছিঁড়ে বেড়িয়ে আসা গনতান্ত্রিক নাড়িভুঁড়ি,
চাপচাপ বেঈমানীর রক্ত, অকৃতজ্ঞতার পেচ্ছাপ আর
দুর্নীতির মল

-এসব দেখতে দেখতে সেদ্ধ হয়ে যাচ্ছি

ইদানিং খুব একটা দেখি না যদিও
তবুও পচনশীল রাজনৈতিক মগজের পাঁচিলে ঘেরা-
সাংবিধানিক মাগীপাড়াটা পেরুলে চোখে পড়ে-
পার্লামেন্ট

জারজ রাষ্ট্রকাঠামোর বিচিত্রসব বিজ্ঞাপন
বড় বড় সব বিলবোর্ড এখানে

ভেতরে কয়েক'শ সিফিলিস আক্রান্ত কুকুর
ঘিরে রেখেছে মায়ের নিজস্ব শরীর
তার হেরে যাওয়া একান্ত মুখ
আর কতোবার দেখবো বলুন?

চোখ থাকা সত্তেও খুব একটা দেখতে পাই না কমরেড, আই সাইট বড় দুর্বল
তবুও দেখতে হয়
এইসব দেখেই যেতে হয়

একচোখার এই দেশে এতো এতো দৃষ্টির অপচয়, প্রকৃতির সাথে এও কি অন্যায় নয়?
তার চেয়ে চলুন কমরেড, আমরা একটা কোরে চোখ দান কোরে দেই- আই ব্যাংকে, আর একটি চোখ লিখে দেই গণতন্ত্রের নামে।