যখনি গোলাপ দেখি মনে পড়ে অভিমানী ঠোঁট,
ক্রমশ পাপড়ি ঝরে জমা হয় সন্তাপী চোট,
অথচ অবাধ্য মন কুয়াশায় প্রেম হাতড়ায়,
আমাদের খুনী হাতে অসহায় ফুল কাতরায়।
ভালবাসা দাবী রেখে যে গোলাপ দিয়ে গেলে তুমি,
সেওতো আহত হলে ঈর্ষায় কন্টক প্রবন,
হৃদয়ে বিদীর্ণ হলে আবহ বদলে মৌসুমি,
আর্দ্রতা বেড়ে গিয়ে প্রেম হবে নোনতা দ্রবণ।
তবুও সরল খুন, নেই খেদ, নেই অনুতাপ,
ভালবাসা মানে যেন শুধু এক নিহত গোলাপ।।