আমার
কার্পণ্যতা আছে,
কিন্তু ততটা নেই -
যতটা ব্যর্থতা আছে।
চেষ্টা? ওতো তেষ্টা মেটাতেই শেষ,
ক্ষুধা আছে, জ্বালা আছে, ক্ষোভ আছে -
তা থাকুক বেশ।
যত্ন করে রাখা আছে খুচরো কিছু পাপ,
আর কিছু তাপ,অনুতাপ
একান্ত গোপনে,
রেখেছি কুঠার, বিশ্বাসে বসাবো কোপ
যতটা রেখেছো মনে মনে।
ভেবেছো ভরসা হব?
ভূল, সবই ভূল সে ভাবনা,
তোমরা যা ভাবো,
আর কত নিশ্বাস, আর কত দিন বলো
যুদ্ধ করে যাব।
এবারে থামতে হবে
রেখে দিয়ে ক্ষুধা, জ্বালা, ক্ষোভ,
পরিচয়,
আমি ও আমার ওম
কোনোটাই বিশ্বাসী নয়।।