সময় পেরিয়ে গেলে কে কার খবর রাখে বলো,
দৃষ্টি গোচর হলে-"ভালো আছো?" বলে দিতে হয়,
তারপরে তার কথা মনেতে দেইনা পশ্রয়।
আমাকে খুঁজতে এলে একান্তে ঘরে দেই তালা,
মুখে অর্ধেক হাসি, পশ্চাতে বলে দেবো শালা।
দেখতে দেখতে শেষ, আর একটি বছর ফুরালো,
বিচিত্র-বিনোদন সব কিছু হাতের মুঠোয়,
পাশের বাড়ির খোঁজ না'নিলেও হয়।
শুভ-নববর্ষের শুভেচ্ছা কাকে কাকে দেবো,
সোস্যাল মিডিয়া ঘুরে রাত্তিরে ঠিক করে নেবো।
কত শত এস এম এস দশ আঙুলে অনায়াসে লিখে
ছুঁড়ে দেবো দুর হতে অদৃশ্য গ্রহের নিরীখে।
অজানা অচেনা মুখ,
তবুও সহজে দ্যাখো সখ্যতা করে নিই জুড়ে,
অথচ কাছের লোক সত্যিই থেকে যায় দুরে।।