রনাঙ্গনে নেমেছিনু, দাবীহীন যুদ্ধে অভিযান,
নিজেকে ধার্য করি প্রতিপক্ষ, কতটা শয়তান।
যথার্তই ছিল সব, অস্ত্র ছিল, ছিলোনাতো ঢাল,
নিজেই নিজের কাছে পরাজিত হয়ে বেসামাল।
যুদ্ধক্ষেত্রে হেরে গিয়ে ক্ষত নিয়ে বুকে আমি মৃতপ্রায় সেনা,
তৃষ্ণার্ত অধ্যায়ে পড়ে থাকি, এক বিন্দু বৃষ্টিও মেলেনা।
তখনি তোমাকে দেখে ভেবেছিনু বালুকাভুমিতে,
এসেছো বোধহয় তুমি আমাকেই শেষ বিন্দু দিতে।
ভাবিনি তখনও আমি - তুমিওতো বারি হীন মেঘ,
এখনোও জীবনে বুঝি বাকি আছে কষ্ট অনেক।
দেহটুকু দৃশ্যমান, মনটাই বিকলাঙ্গ প্রায়,
বাঁচিয়ে রেখেছি তবু নাটকের শেষ ভুমিকায়।।