নিজেকে খুঁজেছি আমি রাজপথে
জনতার ভীড়ে,
খালি হাতে ফিরে যাই
ঘামে ভেজা গন্ধ শরীরে।
পাইনি তবুও শুধু প্রশ্নটা
বিবেকের কাছে,
আমার কী কোন ছায়া
ডাষ্টবিনে পড়ে রয়ে আছে?
যদি ঘাঁটি ডাষ্টবিনে
তা'হলে আমাকে খুঁজে পাবো?
তাও যদি পেতে পারি
দুই হাতে নোংরা সরাবো।
নোংরা সরিয়ে দেখি
নেই কোনো চিহ্ন সেখানে,
বোধহয় তা ভেসে গেল
ফেলা হয় নোংরা যেখানে।
নর্দমা গুলে দেখি
হয়ে গ্যাছে সবটুকু মাটি,
আমাকে খুঁজতে গিয়ে
চিত্তকে করি ঘাঁটাঘাঁটি।
কোথায় লেগেছে মাটি?
তাই খুঁজি আয়নায় এ'কী!
আমাকে পেয়েছি আমি
মানুষ তো'নয়, এ'তো মেকি!
কী কাজ করেছি তাতে
নেই কোনো তাপ, অনুতাপ,
বাঁচাই অর্থহীন,
নেই কোনো প্রমানিত ছাপ।।