ভাতের অভাব বোঝে যারা মানুষ তারা বটে
মনুষ্যত্ব ঘুমিয়ে আছে বড়লোকের খাটে।
আমরা মরি ভাতে, আমরা মরি শীতে
উপরতলার স্যার-ম্যাডামরা প্রমত্ত সংগীতে।
জীবনটারে বুঝি যখন পেটটা মারে মোচড়
ঘরের খবর মালিকপক্ষের না হয় যেন গোচর।
তেলেঝোলে না খাই তবু হালাল রুটিরুজি
আমার মধ্যে নিজেই আমি আসল মানুষ খুঁজি।
মহাসুখে আছি, ঘরে চাল থাকুক কিংবা নাই
তার দেয়া অপ্রতুল আলো-বাতাস খাই।
চোখের সুখে গড়েন যারা মস্ত অট্টালিকা
তাদের আমি কেমনে বুঝাই, ওসব প্রহেলিকা।
ঘরবাড়ী নাই নিঃস্ব আমি, থাকি বিধাতার আশ্রয়
দিনে ঘুরি পথে পথে রাতে ঘুমাই নির্ভয়।
দিয়ে দেব যা আছে, দেব না হতে আত্মসম্মান হরণ
অনশনে মরব তবু ধরব না জমিদারের চরণ।