একটি নিষ্পাপ শিশুর ক্রন্দনে
বসুধা ফেটে চৌচির হয়ে গেলে
মানবতা সম্বিত ফিরে পায়,আর তখনি
একদল সুবিধাবাদী প্রতিবাদীর ন্যায় আচরণ করে,
রাজপথে খ্যাতি ভিক্ষা করে করে
একদিন বিখ্যাত হয়ে ওঠে।
অথচ ততক্ষণে একটি নিষ্পাপ শিশুর
মৃতদেহ মাটিতে লুটিয়ে পড়েছে।
আমি ঐ শিশুটির জাত খুঁজতে গিয়ে
নিজেকে হত্যা করি,বিবেক বিসর্জন দেই
আর কুকুরের মত লেজ গুটিয়ে বাঁচি।
বিপন্ন এই পৃথিবীতে
কোথায় চাইব অধিকার?
যেখানে হত্যাকারীই করেছে
শান্তিরক্ষার অঙ্গীকার।
তাই বোবা সেজে ঘুরে বেড়াই
টু শব্দটি করি না
নিভৃতে পালন করি
শান্তিরক্ষার মহান দায়িত্ব।
একটি নিষ্পাপ শিশুর শেষ নিশ্বাস
দীর্ঘশ্বাস হয়ে আমার কানে বাজে
আমি মৃত্যুযন্ত্রনায় ছটফট করি
যেমন করে গগনবিদারী চিৎকারে
নিথর হয়েছিল একটি অবোধ শিশু।
তোমরা আমার কথা শুনে কাঁদো
যেন প্রচলিত প্রথার মত
কৌতুক শুনে হাসবে
আর ট্রাজেডি পড়ে কাঁদবে।