আকাশপানে দৃষ্টি মেলে ছেলেবেলায় খেলার ছলে
তোমায় নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেই পথচলা আমার,
একে একে কেটে গেছে দিন হয়নি থাকা ভাবনা বিহীন
তোমার ভাবনায় অবিরত মগ্ন,অনুভবে তুমি এলে আমি উদ্বিগ্ন।
হয়নি বলা একটি কথা ভালোবাসি
হয়নি বলা লুকিয়ে দেখি তোমার হাসি
তুমি নিজেই সব শুধরে নিলে
না চাইতেই অনেক দিলে।
লিখেছিলে 'ভালোবাসি' শেষ চিঠিতে
সেই কাগজের টুকরা
আমার কলিজার টুকরা
আমায় বাঁচিয়ে রেখেছে মধ্যসাগরে;
যখন আমি হাবুডুবু করে সাঁতার কাটি
প্রকাণ্ড ঢেউ আমায় অতলে টেনে নেয়
তোমার শেষ চিঠি আমায় উপরে টেনে তোলে
আবার আমি জীবনসাগরে সাঁতরে বেড়াই
যেন আমার ঘর-বাড়ি নাই
যেন আমার কেউ নাই
যেন আমার মরণও নাই।
আছে শুধু তোমার দেয়া শেষ চিঠি;
লিখেছিলে 'ভালোবাসি'।