শিশিরভেজা নরম ঘাসের বুক চিরে
শিউলি কুড়াতে বালিকারা ছোটে উল্লাসে
নীল আকাশে আদিত্য হেসেছে একরাত পরে
ধরিত্রী সেজেছে নবরূপে এই শারদপ্রাতে এসে।
নদীর তীরের কাশফুলের প্রেমে হই মত্ত
নয়নাভিরাম রূপে জুড়ায় আমার হিয়া
বাতাসে দুলে ওঠা কাশফুলে মুগ্ধ হবেই সত্য
এমন সৃষ্টি যত্নে গড়া বিধির হস্ত দিয়া।
সাদা বক উড়ে যায় শান্তির পতাকা উড়িয়ে
সাদা মেঘ হাসে যবে বর্ষার ক্রন্দন থামে
নির্মল প্রকৃতির শোভায় মন যায় হারিয়ে
জোনাকির আলো করতে কুলীন,আঁধার আসে নেমে।
শরৎ যেন সবার আপন কেউ নয় পর
শরৎ যেন সকল প্রাণের নতুন দিনের আশা
আনন্দেতে আত্মহারা সবাকার অন্তর
এই শরতে ফিরে আসে শৈশবের ভালোবাসা।