মরছে মানুষ পুড়ছে দেশ
আর্তনাদ শুনতে পাও নি তোরা?
বিবেক-বুদ্ধি নিরুদ্দেশ
ঘুম ভেঙে কি উঠবি না আর তোরা?
অগ্নিঝরা সুর বেজেছে
ঘুমিয়ে আছিস কারা
ওঠ লাফিয়ে ঘাড় বাঁকিয়ে
জ্বালা আগুন জ্বালা হতচ্ছাড়া।
চোখ বুজে কে বসে আছ
অন্ধ সেজে সুখের খোঁজে
ব্যাকুল হয়ে ঘূর্ণিপাকে পরছো অবিরত
যা ভুলে যা আত্মসুখের কথা
মানবতা আহত হলে মানুষেরই ব্যথা।
তোরা যদি উঠিস জেগে
বইবে ঝোড়ো হাওয়া
ধর তলোয়ার!
পিশাচ বধে হবে রে আজ
শান্তির গান গাওয়া।
ধর তলোয়ার!
বিজয় হবে সত্যের পথে সদা
ধর তলোয়ার!
ডাকছে তোরে দিন-মজুরের ঘামে
ধর তলোয়ার!
আসবে স্বর্গ ধরণীতে নেমে।