বেগার খেটে গেলাম আমি জন্মাবধি ভৃত্য
রঙমহলে যেমন করে বাইজী করে নৃত্য
রাত্রি এলে ভার্যা খুঁজি দিনের বেলা সন্তান
এই জীবনের আছে যে এক শক্ত অভিধান।
পাই না!পাই না!চাইতে চাইতে বেলা বয়ে যায়
অন্তিমকালে রিক্ত হৃদয় অবনত শির লজ্জায়
আমারে কী দিয়ে গেলে? মাতৃভূমি জিজ্ঞাসে
তালগাছে কার অট্টহাসি কে মেতেছে উপহাসে।
টাকা-পয়সা গুনে গুনে ফেলে এসেছি ইহকালে
রসদ কিছু হয়নি রাখা নিয়ে যাব পরকালে
পাওয়ার লোভে আছ যারা দেয়ার চিন্তা কর
যা পেয়েছিস তাই নিয়ে তুই সুখের মরণ মর।