জোয়ার-ভাটায় ছিলে বন্ধু,যাওনি ছেড়ে চলে
তোমারে দেখে শিখেছি সত্য! বন্ধু কারে বলে
শিয়রে তুমি মুমূর্ষু আমি বিদায় বলার বেলা
কীসের যাদুতে মৃত্যুরে তুমি করলে অবহেলা।
আবার যেন নবজন্মে আমি,তোমাতে আলোকিত প্রাণ
পথে-প্রান্তরে পড়ে থাকা ছেলের কণ্ঠে জাগরণী গান।
নারীরূপে তুমি বউ সেজে এলে হলাম তোমার স্বামী
আসল স্বামী কারে বলে? শুধু জানে অন্তর্যামী।
দিয়ে গেলে উপহার নাড়ী ছিঁড়ে এক পুত্রসন্তান
দিয়ে গেলে, তোমার-আমার প্রেমের,বন্ধুত্বের বলিদান
পিতৃত্বের অনুভূতি হৃৎপিণ্ডে আঘাত হেনে চলে গেছে
তোমার হত্যাকারী আমাদের ছেলেটাও না বুঝেই কাঁদছে।
তিমিরে পথ দেখালে,দিলে আলোকের সন্ধান
ছিলে তুমি নিষ্ঠুর বড় ফিরিয়ে দিলে প্রতিদান
যা আমি ভালোবাসা ভেবে করেছি মস্ত ভুল
তুমি ছিলেনা কভু আমার তরে প্রস্ফুটিত ফুল।