আজ বাংলার ভোরের বাতাসে অতিথির লাশের গন্ধ
নৃশংস হত্যার শিরোনামে ধর্মের দোহাই
আত্মার বিলুপ্তিতে কী তবে মস্তিষ্কের ধবলধোলাই
এ কী প্রেত!
নাকি মানুষের সাথে মেশিনের লড়াই?
বিধর্মী শব্দটির ভয়ানক প্রভাব আছে
আছে হয়ত ভিন্নধর্মী অর্থ,
অধর্ম বলেও শুনেছি কিছু একটা আছে
ধর্মের জয় নাকি অধর্মের পরাজয়
মৃত্যুর ভয় মানুষের হয়,অমানুষের নয়
মহামানবেরও নয়।
আত্মঘাতী হামলায় আজ
পদদলিত মানবধর্ম লেজহীন পশুদের তাণ্ডবে
প্রতিবাদের ভাষা হারিয়ে গেছে
শোকে নয়! নির্ঘাত মৃত্যুর আভাসে।
তবে মানুষ! নিরবেই থেকো
শান্তিপ্রিয় তকমা লাগিয়ে অবনত শিরে
দানবের রাজত্বে মুখ লুকিয়ে থেকো
তবুও জঙ্গিবাদের বিরুদ্ধে যেওনা।
আর পরেরবার জন্মের আগে
বিধাতার কাছে চেয়ে নিও একটা লেজ
লেজবিহীন তোমাদের বড্ড বেমানান লাগে
দেখবে ভারি বেড়ে গেছে পাশবিক তেজ।