এইতো সেদিনের কথাই মাত্র,
নির্বোধ বালক আমি জ্ঞাত শুধু পাগলামি
দেখতে দেখতে চোখেও পড়েছে সানি
আশপাশ ঝাপসা লাগে ভারি!
তবে স্পষ্ট দেখি কৈশরের দুষ্টুমি।
ফিরে দেখি উড়ন্ত যৌবন
চালিয়ে গেছে বুলডেজার
সাজানো দেহঘরে,
চলে গেছে দিন আমার
কে রেখেছে ধরে?
মাঝরাতে ঘুম আমার এখনো ভাঙে
বুকের কোনে যেন তুফান আনে উত্তাল গাঙে
কালবেলা এসে ডাকে শেষ সীমানায়
ধরাছাড়া হতে এ প্রাণ না চায়।
তরুলতা আনমনে দুলে ওঠে ঝড়ে
ডেকে বলে ভুলে যেও জনমের তরে।