এই বৈশাখ নয় কোন ধর্মের, নয় কোন বর্ণের
তোমরা বাঙালি হীরে চিনলেনা,লোভ শুধু স্বর্ণের
বহুকাল ধরে বাংলার ঘরে ঘরে প্রেমের মিলনমেলায়
এই বৈশাখী উত্সব ভাসিয়ে দিত যে খুশির বন্যায়
তোমরা বাঙালি তাকে দুর্যোগ বলে তাড়িয়ে দিয়েছ।
সংস্কৃতির খাতায় আগুন ধরিয়ে থার্টি ফার্ষ্ট নাইট-
আলোকিত করে নিজের শিকড় কেটে দিলে
তোমরা বাঙালি অনেক বড় ধার্মিক হলে।
কয়েকটি পয়সার লোভে ফিরে গেছে বসন্তরাজ
তোমরা বাঙালি ফেলেছ তার মাথায় বাজ
হালখাতা ফিরিয়ে দিলে গায়ের জোরে,ব্যভিচারী'র মত।
এই বৈশাখ ফিরে গেছে কোন এক অস্ত্রহীন মেলায়
ব্যাধিগ্রস্ত নতুন বছর ভাসিয়ে ভেলায়
বঙ্গোপসাগরে কান্নার ঢেউ উঠেছে
পদ্মার ইলিশ জাল ছিঁড়ে ফেলেছে
জলাতংকে ভুগছে সংবিধান।
দেশমাতা কাঁদছে অঝোরে
তোমরা বাঙালি ঐতিহ্য ধরে রাখলে মাথায় গামছা বেঁধে
অবশ্য লজ্জা নিবারণ করলেই ভাল হত
শোষিত,বঞ্চিত,নিষ্পেষিত অথচ মনেপ্রাণে বাঙালির মত।